arijit singh - baundule ghuri lyrics
[verse 1]
একলা মনের রিকশা চলে
দমকা প্রেমের গল্প বলে
শুকনো পাতার সন্ধ্যেবেলার গান
কোন হরিণের দুষ্টু ছায়ায়
খেলনা দোকান ডাকছে রে আয়
ভুল করেছি আর যাবো না
মিথ্যে মায়ায় চমকাবো না
[pre+chorus]
ভাললাগে অন্ধকার, হাত ডোবাই
এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই
[chorus]
আমি বাউন্ডুলে ঘুড়ি
যে আমাকে বাসবে ভালো
তার আকাশেই উড়ি
আমি বৃষ্টি ইলশেগুঁড়ি
মাথায় করে রাখলে আমায়
খেলবো লুকোচুরি
খেলবো লুকোচুরি
[verse 2]
কত বছর ধরে আমার শূন্যস্থান
দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান
জলের কাছে গিয়েও ফিরে আসি তাই
এই কুয়াশায় খুঁজছে কে আমায়?
এই কুয়াশায় খুঁজছে কে আমায়?
[chorus]
আমি একলা ক্লান্ত ঘুড়ি
যে আমাকে বুঝবে ভালো
তার আকাশেই উড়ি
আমি অধরা মাধুরী
তোমার ভাঙা স্বপ্নগুলো
নিজের মনেই জুড়ি
নিজের মনেই জুড়ি
[verse 3]
সবার চোখে যখন লেগে ঘুমের রেশ
আমার জেগে থাকার এই অভ্যেস
ফিনিক্স পাখির ডানা আমাকে ভাবায়
প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়
প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়
[chorus]
আমি নিরুদ্দেশের ঘুড়ি
যে আমাকে খুঁজবে ভালো
তার আকাশেই উড়ি
আমি ঝড়ের পূর্বসূরি
উপকূলের কাছে এসে
কুড়াও স্মৃতির নুড়ি
কুড়াও স্মৃতির নুড়ি
[verse 1]
একলা মনের রিকশা চলে
দমকা প্রেমের গল্প বলে
শুকনো পাতার সন্ধ্যেবেলার গান
কোন হরিণের দুষ্টু ছায়ায়
খেলনা দোকান ডাকছে রে আয়
ভুল করেছি আর যাবো না
মিথ্যে মায়ায় চমকাবো না
[pre+chorus]
ভাললাগে অন্ধকার, হাত ডোবাই
এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই
[chorus]
আমি বাউন্ডুলে ঘুড়ি
যে আমাকে বাসবে ভালো
তার আকাশেই উড়ি
আমি বৃষ্টি ইলশেগুঁড়ি
মাথায় করে রাখলে আমায়
খেলবো লুকোচুরি
খেলবো লুকোচুরি
Random Lyrics
- rsko - mucho cuir lyrics
- okis - demain à l'aube lyrics
- the.q - free le k lyrics
- sauvage d'yaz - big bo$ phantom lyrics
- shane eagle - cash money lyrics
- rod blur - humans lyrics
- cxldshine - траур (traur) lyrics
- 113 - le quartier est agité lyrics
- zetowski, spice01 - kiedy jesteś obok lyrics
- skorn3896 - bloodspiller 2 lyrics