arijit singh - mon majhi re lyrics
রাজকুমার পরামানিক 08447605260
মনে মেঘ জমতে থাকে
পড়ে যাই দুর্বিপাকে
মনে মেঘ জমতে থাকে
পড়ে যাই দুর্বিপাকে …
চিন্তা তে তোর, কাটছে প্রহর
শান্তি নেই এই যন্ত্রণার
মন মাঝি রে
বল না কোথায়
মন মাঝি রে
আয় ফিরে আয়
আয় ফিরে আয় …
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
(রাজকুমার পরামানিক 08447605260)
একা রাত বাকা চাঁদ
লাগেনা ভালো রে আর …ও”‘
নেই রোধ নেই রং
জানি নাই কিচ্ছুই করার …ও”
একা রাত বাকা চাঁদ
লাগেনা ভালো রে আর …
নেই রোধ নাই রং
জানি নেই কিছুই করার
পরছে মনে মুখের আদল
ভাঙ্গে বুক ভাংছে পাহাড়
মন মাঝি রে
বল না কোথায়
মন মাঝি রে
আয় ফিরে আয়
আয় ফিরে আয় .
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
(রাজকুমার পরামানিক 08447605260)
নিজেকেই মনে হয় বলে দি
এ সবই ভুল ওওওওওওওওও
ঝরে জাক পড়ে যাক
আদরে ফোটানো ফুল
চিন্তাতে তোর কাটছে প্রহ
শান্তি নেই এ যন্ত্রনার
মন মাঝি রে
বল না কোথায়
মন মাঝি রে
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
আয় ফিরে আয় …
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
আয় ফিরে আয় …
Random Lyrics
- konstantinos argiros - de chorizoun oi kardies lyrics
- a.r. rahman - oruvan oruvan lyrics
- 터보(turbo) - again 다시 (feat 유재석) lyrics
- scarlette - goodbye lyrics
- the pretty reckless - seven nation army lyrics
- franska trion - tusen tavlor lyrics
- siavash ghomayshi feat. masoud fardmanesh - khaar lyrics
- 張雨生 feat. 陶晶瑩 - 我期待 lyrics
- siinamota - usoppu lyrics
- north and about - 1994 lyrics