
arijit singh - sharatadin (সারাটাদিন) lyrics
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
আকাশ হারায় যেখানে
ও তোমায় ছোঁবো সেখানে
ও ভালোবাসো এখনি
হো… পরে কি হয় কে জানে
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙিন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
ভালো লাগা সারাক্ষণ
ও জানি না তার কি কারণ
হা ভেসেছি স্বপ্নে আমি
ও তোমাকে পেয়েছে মন
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকে শোনাই
তোমাকে ছাড়া এ আকাশ সাজে না
সহজে তো বাতাসে বাঁশি বাজে না
চলো না আজ এ রূপকথা
তোমাকেই শোনাই
সারাটাদিন
ঘিরে আছো তুমি এত রঙ্গীন
হয়নি কখনও মন
সারাটা রাত
আসছে না ঘুম ধরেছি হাত
থাকবো সারাজীবন
Random Lyrics
- joint beauty - sugar lyrics
- thugstage beats & opt - volga mafia lyrics
- babymetal - white flame -白炎- lyrics
- zaid tabani - flawless lyrics
- sara’h (fra) - a thousand miles (french version) lyrics
- hadarri - yourrapisaboutnothing lyrics
- seddy hendrinx - trying lyrics
- marcio carli - novo tempo lyrics
- nathania sarah - set me free lyrics
- walrus (jpn) - moth lyrics