![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
arijit singh - thik emon ebhabe lyrics
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
তোরই মতো কোনও একটা কেউ
কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়
তোরই মতো কোনও একটা ঢেউ
ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়
ছুঁয়ে দে আঙুল
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
আটকে তোকে রাখতে চাইছি খুব
সকালে আমার, বিকেলে আমার
তুই ডাক না দিলে থাকবো আমি চুপ
দিনেতে আমার দুপুরে আমার
ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে
আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
ছুঁয়ে দে আঙুল
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না
Random Lyrics
- don diablo - take her place (don diablo's vip mix) lyrics
- mime871 - a falta de lyrics
- eric fullerton - mozambique here (an apex legends song) lyrics
- noly - avante lyrics
- bryann trejo - forgive lyrics
- nelli matula - myöhäistä toivoo lyrics
- ladell - last one lyrics
- josslyn - cold lyrics
- nikke ankara - kaadutaan lyrics
- georgi kay - guilty pleasures lyrics