arindom chatterjee - chailey lyrics
Loading...
চাইলে চলে যা
আমায় চাইলে ভুলে যা
চাইলে কথা দে
ছেড়ে একলা যাবিনা
চাইলে চলে যা
আমায় চাইলে ভুলে যা
চাইলে কথা দে
ছেড়ে একলা যাবিনা
চাইলে চলে যা
আমায় চাইলে ভুলে যা
চাইলে কথা দে
ছেড়ে একলা যাবিনা
তোর কাছে ভোর
হোক আমি চাই
তোর কাছে ঘুম
নামুক আমি চাই
আয় হঠাৎ এক ফালি মেঘ হয়ে
আয় হঠাৎ ছলকানো আবেগ হয়ে
তোর কাছে বলবো সব
আয় না তুই শুরু আমার শেষ হয়ে
হে হে হে
তোর কাছে ভোর
হোক আমি চাই
তোর কাছে ঘুম
নামুক আমি চাই
তোর নামে শান্তি পায় মন আমার
তোর সাথে থাকতে চায় দিন আমার
তোর হাতে লাল গোলাপ
হয় কারন
সব আরাম
সব ব্যাথার
তোর কাছে ভোর
হোক আমি চাই
তোর কাছে ঘুম
নামুক আমি চাই
Random Lyrics
- fredrik jean venard - golden lyrics
- arcwelder - will when you won't lyrics
- mark chesnutt - (come on in) the whiskey's fine lyrics
- 심규선 - 너의 존재 위에 lyrics
- алла пугачева (alla pugacheva) - ленинград (leningrad) lyrics
- eric bellinger - run it up lyrics
- spit syndicate - here today, gone tomorrow lyrics
- franco de vita - un buen perdedor (mil y una historias en vivo) lyrics
- my new life - regrets lyrics
- the monochrome set - the golden apples of the sun lyrics