arindom chatterjee - chailey lyrics
Loading...
চাইলে চলে যা
আমায় চাইলে ভুলে যা
চাইলে কথা দে
ছেড়ে একলা যাবিনা
চাইলে চলে যা
আমায় চাইলে ভুলে যা
চাইলে কথা দে
ছেড়ে একলা যাবিনা
চাইলে চলে যা
আমায় চাইলে ভুলে যা
চাইলে কথা দে
ছেড়ে একলা যাবিনা
তোর কাছে ভোর
হোক আমি চাই
তোর কাছে ঘুম
নামুক আমি চাই
আয় হঠাৎ এক ফালি মেঘ হয়ে
আয় হঠাৎ ছলকানো আবেগ হয়ে
তোর কাছে বলবো সব
আয় না তুই শুরু আমার শেষ হয়ে
হে হে হে
তোর কাছে ভোর
হোক আমি চাই
তোর কাছে ঘুম
নামুক আমি চাই
তোর নামে শান্তি পায় মন আমার
তোর সাথে থাকতে চায় দিন আমার
তোর হাতে লাল গোলাপ
হয় কারন
সব আরাম
সব ব্যাথার
তোর কাছে ভোর
হোক আমি চাই
তোর কাছে ঘুম
নামুক আমি চাই
Random Lyrics
- hades (pl) - off lyrics
- don henley and bonnie raitt - can love stand the test lyrics
- el escobario - the.truth lyrics
- janelle de la rosa - what would you do lyrics
- deaf radio - modern panic lyrics
- los doggies - pig's ravine lyrics
- ariann music - imagina lyrics
- june's mind - coming home 2 lyrics
- will harken - can't take you back lyrics
- fredrik jean venard - golden lyrics