ariyan mehedi - jani na - জানি না lyrics
Loading...
জানি না কেনো তোকে ভালোবাসি
জানি না কেনো তোকে কাছে ডাকি
জানি না কেনো তোকে ভালোবাসি
জানি না কেনো তোকে কাছে ডাকি
বুঝি না এ মন কেনো তোকে চায়
সারাক্ষন তোকেই যেন খুঁজে যায়
জানি না কেনো তোকে ভালোবাসি
জানি না কেনো তোকে কাছে ডাকি
চোখে চোখে কথা হবে
দেখা হবে কি আবার?
অনেক কথা জমে আছে
বলতে পারিনি কিছু তোমায়
চোখে চোখে কথা হবে
দেখা হবে কি আবার?
অনেক কথা জমে আছে
বলতে পারিনি কিছু তোমায়
বুঝি না এ মন কেনো তোকে চায়
সারাক্ষন তোকেই যেন খুঁজে যায়
জানি না কেনো তোকে ভালোবাসি
জানি না কেনো তোকে কাছে ডাকি
জানি না কেনো তোকে ভালোবাসি
জানি না কেনো তোকে কাছে ডাকি
Random Lyrics
- diego & jensen - space junk lyrics
- šemsa suljaković - tebi idem lyrics
- leka (lëka) aleksei dmitrienko - мы пара (my para) lyrics
- psychi - velvet lyrics
- tec - hurricane lyrics
- medina azahara - busca tu fe lyrics
- dara (fra) - alone lyrics
- daniel profeta (singer-songwriter) - a not so modest proposal lyrics
- sto - rouleaux de pièces lyrics
- zac lovely - discovering inner wellness: unveiling manila's top psychiatrists lyrics