
ariyan mehedi - no prem lyrics
না করলাম প্রেম পিরিতি
না করলাম ভালোবাসা
লোকে বলে আমি প্রেম করি
না করলাম প্রেম পিরিতি
না করলাম ভালোবাসা
লোকে বলে আমি প্রেম করি
লোকের তো কাজই এটা
শুধু শুধু কথা বলা
তোমরা কেনো বুঝো না
তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না
তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না
আমার এই স্বপ্ন গুলো
ভেঙ্গে দিলে তুমি
কেনো করলে এমনটা
আমার সাথে তুমি
আমি তো লয়াল ছিলাম
তোমার এই প্রেমে
জানতাম না কষ্ট পাবো
তোমার এই প্রেমে
না করলাম তোমায় মনে
তোমার মতো কত আসবে
আমার এই ছোট জীবনে
তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না
তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না
হাহা ভালবাসা i hate you
ভুল বুঝে চলে গেলে
আমাকে ফেলে একা
আমি কি আবারও
পাবো তোমার দেখা
মন ভেঙে কি পেলে
আমায় শুধু বলো
আমিও হয়ে যাবো
ঠিকই অন্য কারো
একদিন তুই ঠিকই বুঝবি
তখন শুধু আমায় খুঁজবি
খুঁজে তো লাভ হবে না
তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না
তোমাকে পাওয়ার জন্য
কত কি করে ছিলাম
তবুও তোমায় পেলাম না
Random Lyrics
- day wave - as you are lyrics
- nemesis 666 - 4:20 lyrics
- dupa piosenkarka - halołiny u dupiny!!!! x3 lyrics
- buried precognicity - law of the pendulum lyrics
- leon silber - violent crimes lyrics
- zion.t - not for sale lyrics
- code red (de) - 18 (russian version) lyrics
- payday monsanto - at it again lyrics
- the deniers - corona deniers lyrics
- afomness - balenciaga lyrics