azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ariyan mehedi - paglami lyrics

Loading...

অসময় চলে গেলে আমাকে একা করে
কি ছিল আমার ভুল না বলে চলেই গেলে
অসময় চলে গেলে আমাকে একা করে
কি ছিল আমার ভুল না বলে চলেই গেলে

কেন তোমায় আমি খুঁজে বেড়াই ওই নীল আকাশের চাঁদের মাঝে
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি

পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি

কথা দিয়েছিলে আমায় তুমি কখনও ছেড়ে যাবে না
তবে কেন আমি এখনো তোমাকে ভুলতে পারি না
কথা দিয়েছিলে আমায় তুমি কখনও ছেড়ে যাবে না
তবে কেন আমি এখনো তোমাকে ভুলতে পারি না

তোমাকে পাওয়ার আসা আমি
ছেড়ে দিয়েছি অনেক আগে
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
অসময় চলে গেলে
আমাকে একা করে
কি ছিল আমার ভুল
না বলে চলে গেলে
কেন তোমায় আমি খুঁজে বেড়াই ওই নীল আকাশের চাঁদের মাঝে
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি



Random Lyrics

HOT LYRICS

Loading...