ariyan mehedi - paglami lyrics
অসময় চলে গেলে আমাকে একা করে
কি ছিল আমার ভুল না বলে চলেই গেলে
অসময় চলে গেলে আমাকে একা করে
কি ছিল আমার ভুল না বলে চলেই গেলে
কেন তোমায় আমি খুঁজে বেড়াই ওই নীল আকাশের চাঁদের মাঝে
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
কথা দিয়েছিলে আমায় তুমি কখনও ছেড়ে যাবে না
তবে কেন আমি এখনো তোমাকে ভুলতে পারি না
কথা দিয়েছিলে আমায় তুমি কখনও ছেড়ে যাবে না
তবে কেন আমি এখনো তোমাকে ভুলতে পারি না
তোমাকে পাওয়ার আসা আমি
ছেড়ে দিয়েছি অনেক আগে
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
অসময় চলে গেলে
আমাকে একা করে
কি ছিল আমার ভুল
না বলে চলে গেলে
কেন তোমায় আমি খুঁজে বেড়াই ওই নীল আকাশের চাঁদের মাঝে
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
পারি না ভুলতে তোমায় আমি
কেন করি আমি পাগলামি
Random Lyrics
- *justunique* - shoo fly lyrics
- ka - fragile faith lyrics
- mello97 - feelin fine lyrics
- kant - salmos 33:3 lyrics
- goreshit - dabella lyrics
- guccitheft - grave lyrics
- loco escrito - rr lyrics
- francisco gonzález - respirar lyrics
- boldy james & harry fraud - harvey grant lyrics
- fernando alvim (guitarist) - fado alvim lyrics