
ariyan mehedi - tumi khub sundor (তুমি খুব সুন্দর) lyrics
Loading...
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে, হৃদয়ও গভীরে
আছো তুমি, আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধুআমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
একটি বার নয়, বারবার তোমাকে
বোঝাতে চেয়েছি তুমি আমার
মন যে মানে না, কিছু তো বুঝে না
কবে হবে তুমি আমার (x2)
তোমাকে ভেবে ভেবে আজ, সময়
যে কাটেনা
কি মায়ায়, পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
ভিতরো বাহিরে হৃদয়ও গভীরে
আছো তুমি আছো তুমি
বোঝনা কেন যে, কত যে তোমাকে
বাসি ভালো, শুধু আমি
তুমি খুব সুন্দর, কেনো যে জানিনা
জানিনা
কি মায়ায় পড়েছি তোমার, কেনো
যে বুঝিনা
Random Lyrics
- bloody 32 - haltet stand lyrics
- daddyz boy - do u guys like music lyrics
- zero tep - excitosis lyrics
- maria bill - lass dich nicht schrecken lyrics
- louis jourdan - gaston's soliloquy lyrics
- yugrift - слайм (slime) lyrics
- achill crossing - back home in derry lyrics
- luthernist - underground lyrics
- chefin - passado lyrics
- mela toca tierra - madre lyrics