arko mukherjee - loke bole lyrics
[intro]
কী ঘর বানাইব আমি
কী ঘর বানাইব আমি শূণ্যেরই মাঝার?
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালাই নাই আমার?
[verse 1]
ভলা করি ঘর বানাইয়া
অরে, ভলা করি ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
অরে, কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
[verse 2]
আগে যদি জানত হাসন
আগে যদি জানত হাসন
বাঁচবো কতদিন
অরে, বাঁচবো কতদিন
বানাইতো দালান-কুঠা
অরে, বানাইত দালান-কুঠা
করিয়া রঙিন
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
[verse 3]
এই ভাবিয়া হাসন রাজা
এই ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
অরে, ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখবো আল্লা
অরে, কোথায় নিয়া রাখবো আল্লা
সেই ভাবিয়া কান্দে
[chorus]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
[outro]
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
ঘর-বাড়ির বালা নাই আমার?
লোকে বলে, কে বলে রে
Random Lyrics
- vanna brosio - la solita storia lyrics
- bruce carroll - i want to trust you lyrics
- up & above - edge of the world lyrics
- ant cats - king freestyle lyrics
- uclã - 6 manos lyrics
- caillu - bølgen lyrics
- edwin luna y la trakalosa de monterrey - dormida lyrics
- macklemore & ryan lewis - thrift shop (radio 1 anthems 2012 mix) lyrics
- the holy modal rounders - mister spaceman lyrics
- elliot gough - memey christmas lyrics