arnob - chader shiri lyrics
Loading...
চাঁদের সিঁড়ি বেয়ে
রূপকথা নেমেছে রাস্তায়
তোর কথা ধুলোর সাথে মেখে
রঙিন করেছে এ সন্ধ্যা
চাঁদের সিঁড়ি বেয়ে
রূপকথা নেমেছে রাস্তায়
তোর কথা ধুলোর সাথে মেখে
রঙিন করেছে এ সন্ধ্যা
তোর আকাশে তারার আবির
রঙ ছড়াবে তাই আবার, আগের মত
আমি যাবো সাত সমুদ্র পেরিয়ে
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি
সাঁতরে যাবে মেঘ রঙিন ওড়না পড়ে
আকাশের জলে
সোনাঝুড়ি কচি পাতায় সূর্যি ডোবার
ছবি এঁকে নেবে
সাঁতরে যাবে মেঘ রঙিন ওড়না পড়ে
আকাশের জলে
সোনাঝুড়ি কচি পাতায় সূর্যি ডোবার
ছবি এঁকে নেবে
ধার করে তোর লেখা ঝোকার খাতা
নতুন পায়ে সুরের দেশে যায়
কথা সুতোয় সুরের মালা গেঁথে গলায় পরে
দুজন মিলে গাই
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোকে ভেবে ভেবে
ভোর হবে রাত
রাত হবে ভোর
তোর চোখ ছুঁয়ে যাবে বৃষ্টি
Random Lyrics
- ural thomas & the pain - pain (is the name of your game) lyrics
- brycewrld - noob lyrics
- drew famous - woods lyrics
- iberedem - mama said... (patience) lyrics
- freestyle fellowship - shockadoom lyrics
- gianni nazzaro - far l'amore con te lyrics
- lndn drgs - la quinta lyrics
- zbc - miałaś pokeczupić dziwko lyrics
- davidthetragic - terror lyrics
- gatsby - i like flowers lyrics