
arnob - chai lyrics
Loading...
একটা একটা এলোমেলো পায়ে
একটু একটু তোমার কাছেই যাওয়া
একটা দুটো অচেনা কথার মোড়ে
একটু একটু তোমায় খুজেই পাওয়া
মেঘের থেকে আকাশ ছোঁয়া
মেঘ করে সব চুরি
চাঁদ পোড়ানো রাত জাগার আড়ষ্ট নাই
ভাবছি যত উজার করে দিচ্ছি আমার সব
আসলে এসব তোমার কাছেই চাই
একটা একটা ঘুম ভাংগানোর ছলে
একটু একটু স্বপ্ন দেখে সারা
একটা দুটো বায়না বাকি রেখে
একটু একটু নিজের কাছেই হারা
Random Lyrics
- sabrina - payphone lyrics
- unic - doa taubat lyrics
- wind walkers - sincerly, me lyrics
- ramirez - the sevenfold minister lyrics
- jireh lim - dahan lyrics
- matthias schweighöfer - superman und seine frau lyrics
- 아스트로 - cotton candy lyrics
- seoul - stay with us lyrics
- riley biederer - shape of you lyrics
- 谷村新司 - nukumori lyrics