azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

arnob - dhaka ratey lyrics

Loading...

শহর জুড়ে রাত্রি আসে নিয়নে
চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে
অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাঁশি
বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি

শহর জুড়ে রাত্রি আসে নিয়নে
চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে
অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাঁশি
বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি

নিঝুম শহর কারফিউ দেয় পাহারা
শহরটা কি মরুভূমি সাহারা
নিঝুম শহর কারফিউ দেয় পাহারা
শহরটা কি মরুভূমি সাহারা
ছোট্ট খোকা স্বপ্ন বোনে কোন খেয়ালে
কী যেন কী হচ্ছে লেখা দেওয়ালে

ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে



Random Lyrics

HOT LYRICS

Loading...