arnob - noyon tomare lyrics
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মতো
স্থির আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
সবাই ছেড়েছে, নাই যার কেহ
তুমি আছ তার আছে তব স্নেহ
নিরাশ্রয় জন, পথ যার গেহ
সেও আছে তব ভবনে
সেও আছে তব ভবনে
তুমি ছাড়া কেহ সাথি নাই আর
সমুখে আনন্ত জীবন বিস্তার
তুমি ছাড়া কেহ সাথি নাই আর
সমুখে আনন্ত জীবন বিস্তার
কাল পারাবার করিতেছ পার
কেহ নাহি জানে কেমনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
জানি শুধু তুমি আছ, তাই আছি
তুমি প্রাণময়, তাই আমি বাঁচি
যত পাই তোমায়, আরো তত যাচি
যত জানি, তত জানি নে
যত জানি, তত জানি নে
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোকলোকান্তরে যুগযুগান্তর
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোকলোকান্তরে যুগযুগান্তর
তুমি আর আমি, মাঝে কেহ নাই
কোনো বাধা নাই ভুবনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে
Random Lyrics
- sôra - number won lyrics
- baby smoove - dirty faygo lyrics
- h3artcrush - blood on my dcs lyrics
- parris chariz - can't hold back freestyle lyrics
- handful of snowdrops - misunderstanding lyrics
- davy boi - foundation lyrics
- ploty - давай (come on) lyrics
- kansas - the song the river sang lyrics
- youss45 - rwina lyrics
- aline barros - ele vem (part. júlia vitória) lyrics