aroma's - বর্ষার স্রোতোধারা lyrics
Loading...
[verse]
ধোয়া ওঠা বর্ষাস্নাত নীরব সকাল;
রংহীন আকাশ এ তো ক্যানভাসে ম্লান
ঝরতে থাকা জলের ও সে অবশিষ্ট ওরা
জলাধারে অল্পপ্রাণ ঝলমলে তারা
ঝাপসা চোখের পাতায় ঝাপসা জীবন, এ কি শুধু ভ্রম?
[pre+chorus]
ঝমঝমে বর্ষায় ভিজে একাকার
হৃদয়ের আকাশে কালো মেঘের হাহাকার
আমি জানি না আমি কাঁদি নাকি না
অশ্রু না তবে কি বর্ষার স্রোতোধারা?
[chorus]
তবে কি বর্ষার স্রোতোধারা?
তবে কি বর্ষার স্রোতোধারা?
[bridge]
জানি না কোথায় সব ব্যাথারা
একরাশ অনুভূতি জমাট বাধা
জানি শুধু আমার এই পৃথিবীটা একা
নিষ্ঠুর ভারি এই নিঃসঙ্গতা
[pre+chorus]
আমি জানি না আমি কাঁদি নাকি না
অশ্রু না তবে কি বর্ষার স্রোতোধারা?
[chorus]
তবে কি বর্ষার স্রোতোধারা?
তবে কি বর্ষার স্রোতোধারা?
Random Lyrics
- nimo, ché salah & lord jko - zeit zu ficken lyrics
- that mexican ot & sauce walka - bad man lyrics
- anitta, felipe amorim & hitmaker - gostosin lyrics
- gazda paja - animal lyrics
- deleitacion - 27 lyrics
- osamason - bentley truck lyrics
- five finger discount - donating plasma lyrics
- yvnlazy - obsession lyrics
- banda calypso - beija-flor / gringo lindo (ao vivo em belém) lyrics
- losniñosdelcaminito - outro lyrics