
aroma's - borshar srotodhara lyrics
Loading...
[verse]
ধোয়া ওঠা বর্ষাস্নাত নীরব সকাল;
ভালো লাগে না, ভালো লাগে না
এত নিষ্ঠুরতা আমি আর নিতে পারি না
[pre+chorus]
ঝমঝমে বর্ষায় ভিজে একাকার
হৃদয়ের আকাশে কালো মেঘের হাহাকার
আমি জানি না আমি কাঁদি নাকি না
অশ্রু না তবে কি বর্ষার স্রোতোধারা?
[chorus]
তবে কি বর্ষার স্রোতোধারা?
তবে কি বর্ষার স্রোতোধারা?
[bridge]
জানি না কোথায় সব ব্যাথারা
একরাশ অনুভূতি জমাট বাধা
জানি শুধু আমার এই পৃথিবীটা একা
নিষ্ঠুর ভারি এই নিঃসঙ্গতা
[pre+chorus]
আমি জানি না আমি কাঁদি নাকি না
অশ্রু না তবে কি বর্ষার স্রোতোধারা?
[chorus]
তবে কি বর্ষার স্রোতোধারা?
তবে কি বর্ষার স্রোতোধারা?
Random Lyrics
- отравленный (timarhhhh) - дым (smoke) lyrics
- exhvust - тяжело дышать (it's hard to breathe) lyrics
- madk1d & tewiq - большой антон (snippet 19.07.2025)* lyrics
- splite - bye lyrics
- semnadcat - mineswag2010* lyrics
- buzzyx - fluids lyrics
- aira - il più giovane lyrics
- efcrily - старший (older) lyrics
- tonary music - حب الروح (love of the soul) lyrics
- high inergy - high school lyrics