artcell - leen lyrics
Loading...
লীন জড়তায়, নীল আকাশে
ঝড় বাঁধা পড়ে, ভাঙা মানুষে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
লীন আকাশে (দূর বহুদূর থেমে থাকা আকাশে)
নীলে হারিয়ে (সাদা কালো মেঘ ভেসে যায় হারিয়ে)
ঝড়ো বাতাসে (ধুলো জমা স্মৃতি উড়ে যায় বাতাসে)
ঝড় বাঁধা পড়ে ভাঙা মানুষে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে রোদের রেখা
ভেসে গেছে রোদে ভেসে গেছে
Random Lyrics
- forró anjo azul - sintomas de uma louca lyrics
- mc yuri bh - o crime não presta lyrics
- ablazer - savage act lyrics
- rodrigo e thiago - usa e joga fora lyrics
- local black - eu preciso de você lyrics
- the omega experiment - karma lyrics
- destilaria rock - não me enche o saco lyrics
- no sleeves - watashi wa watashi (minegishi minami solo song) lyrics
- ministério unção ágape - fruto de um decreto lyrics
- amna - tell me why lyrics