artcell - onnoshomoy lyrics
Loading...
[verse 1]
আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা
হৃদয়ের কলুষতা বিষাক্ততা
দূষিত করেছে আমায়
সমাজের নিত্য চাপে
আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা
হৃদয়ের কলুষতা বিষাক্ততা
দূষিত করেছে আমায়
সমাজের নিত্য চাপে
গ্রাস করেছে আমাকে
গ্রহণ লেগেছে সত্তায়
দাসত্বের দাস হয়ে ফিরছি
[chorus]
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়
[verse 2]
মানুষ এগিয়ে যায় অন্যসময়ে
আকাশ বদলে যায় অন্য আকাশে
দেহের বায়ু ক্রমশ ফুরিয়ে
জীবনের চাহিদা কিছু বাকি রয়ে যায়
হৃদয়ের পাখি এখনও বন্দী খাঁচায়
জীবনের সীমানা দূরে দেখা যায়
মুক্তির সিঁড়ি পেরিয়ে
কে বা কার দেখা পায়
দাসত্বের দাস হয়ে ফিরছি
[chorus]
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়
Random Lyrics
- roger waters - roger waters the wall [tracklist + album art] lyrics
- metth - manolya lyrics
- clayne - the ghost lyrics
- nascar aloe - ice witch lyrics
- the db's - before we were born lyrics
- lalon - pretend lyrics
- cheeseburger eddie - nba rap up nov 9 lyrics
- thiago e maciel - exalando sofrimento lyrics
- ocoenia - outside in lyrics
- ultimate spinach - dove in hawk’s clothing lyrics