artcell - oshomapto shantona lyrics
তোমার অহংকার ছায়ায় আমার
আজ অস্তমিত দেখো
অতীত স্মৃতির যত ক্ষত
আঁকড়ে ধরে রাখো
পারো না, তুমি পারো না
ধুলো জমা স্মৃতির আয়না
যে কথা জমিয়ে রাখে
তা বলে, “পারো না”
তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে
আর জড়িয়ে থাকবো না
মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে
অনুভূতির কোন স্থান ছিল না
[instrumental]
আবারো সামনে যেতে বাঁধা
দেয়াল দাঁড়িয়ে পেছনে যখন
রোদেলা দুপুরে ঝড়ের মতোন
অকারণে আত্মগোপন
পারো না, তুমি পারো না
ধুলো জমা স্মৃতির আয়না
যে কথা জমিয়ে রাখে
তা বলে, “পারো না”
তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে
আর জড়িয়ে থাকবো না
মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে
অনুভূতির কোন স্থান ছিল না
[instrumental]
এ মন অবচেতনায় বন্ধু ভেবে
খুঁজে বেড়ায় তোমায়
যেখানে ছিল আগে
নিজেকে আগলে রাখার সীমানা পেরিয়ে
বাড়িয়ে ছিলাম এ হাত আঘাত লুকিয়ে রেখে
[instrumental]
চেনা মুখ বড় অচেনা যখন
সময়ের সাথে আমাদের বিবর্তন
আমাকে হারিয়ে, তোমার নিজের পরাজয়
হারিয়ে থেকে, কেন ভুলে যাবার ভয়?
পারো না, তুমি পারো না
ধুলো জমা স্মৃতির আয়না
যে কথা জমিয়ে রাখে
তা বলে, “পারো না”
তোমার মিথ্যে অভিনয়ের মায়াজালে
আর জড়িয়ে থাকবো না
মিথ্যে আশ্বাসের অসম সমীকরণে
অনুভূতির কোন স্থান ছিল না
Random Lyrics
- duberanx - ngyahamba lyrics
- young 5150 - i love sad and emo girls lyrics
- srhtrshshr - hrrshsarhsh lyrics
- kyoungseo (경서) - 너라는 꿈 (dream about you) lyrics
- mohamed fouad - maaol | معقول lyrics
- first religion - феникс (phoenix) lyrics
- exavier.me - can't stop lyrics
- dylan earl - buddy lyrics
- r. stevie moore - autopsy party lyrics
- ghoulie - tiredd lyrics