artcell - otritio lyrics
শ্রেষ্ঠ আমি নিজেকে নিয়ে পরিপূর্ন
মহাজগতে ছড়িয়ে আছে আজ আমার চিহ্ন
জন্ম থেকে অনুভবের অতৃপ্ততা
শেষ নিঃশ্বাসে দাঁড়িয়ে ভাবায় আমায়
যান্ত্রিক আভাস উপহাস করে আবার
অভিমানির খেয়ালি এ প্রতিফলন
জাগতিক নয় আমার এই সমীকরণ
ছায়াপথে ভেবেছিলাম আমি একা
তোমার আলোতে নিজেকে আবার দেখা
ভোরের রক্তিম আকাশে সময়হীন ঘোরে
সুদূরে মিলিয়ে যেতে দেখি তোমাকে
অসীম আকাশের বিশালতা যেন নীরব ব্যর্থতা
চাপা পড়া সময়ের ইতিহাসে
সভ্যতা আমার সূর্য নিভে গেলে
তোমার উৎসের আলোতে আঁধার পেরিয়ে পাবো কি
পাবো কি তোমার দেখা?
পাবো কি তোমার ছায়া?
পাবো কি আমি নিজেকে?
[instrumental]
পাবো কি তোমার দেখা?
পাবো কি তোমার ছায়া?
পাবো কি আমি নিজেকে?
[instrumental]
আজ এই সুর ভেসে যায় সুদূর যেখানে
এক হয় না বলা কথা
গ্রহান্তরের অজানা পথ অচেনা পথিক বানায়
তোমার চেনা পথে নিয়ে যায়
দেয়ালে স্মৃতিচিহ্ন আঁকি
অতীত জীবনের অজানা ঝুঁকি
মহাকালের যত প্রমাণ আমার অস্তিত্বে
হারিয়ে আজ অগোচরে
আমি কে? আমি কে?
তুমি কে? তুমি কে?
আমি+তুমি, তুমি+আমি, তুমি+আমি, আমি
মাত্রাহীন শূন্যতার অধিবাসী
অনুভবে অপরাধী
সময়হীন অশরীর মন্ডলে বিচরণকারী
[instrumental]
অবাস্তব ভেবে সত্যকে
ভুলে ছিলাম চিরকাল
মানবতার অহংকার
ভেঙ্গে দিল এ সকাল
নিস্তব্ধতার এ চিৎকার, সজ্ঞানে ফেরায়
শত শব্দের ভিড়ে আমাকে, তোমাকেই চেনায়
তোমার ভেতর আমার ফিরে যাবার অভিযান
মহাকালে মিলিয়ে দিলাম অসীম ব্যবধান
আমি মেনে নিলাম তোমায়, তুমি স্বকীয়
সবকিছু মুছে তুমি আর আমি অতৃতীয়
আমি মেনে নিলাম তোমায়, তুমি স্বকীয়
সবকিছু মুছে তুমি আর আমি অতৃতীয়
[instrumental]
অতৃতীয়, অতৃতীয়
অতৃতীয়, অতৃতীয়
অতৃতীয়, অতৃতীয়
অতৃতীয়, অতৃতীয়
অতৃতীয়, অতৃতীয়
অতৃতীয়, অতৃতীয়
Random Lyrics
- ince - clap! lyrics
- sundraks - en el bloque lyrics
- zélie - sable lyrics
- sergio umbria - asegúrate lyrics
- musiq soulchild & hit-boy - imreallytrynafuckwichu lyrics
- sanja maletić - amajlija lyrics
- prince predator - not the hero lyrics
- hot sizzle - the microphone lyrics
- ארקדי דוכין - mamtak tut - ממתק תות - arkadi duchin lyrics
- arjus - vain sinulle lyrics