artcell - shahid shoroni lyrics
[verse 1]
ভোর হোক তোমার জানালায়
ভোর হোক ধ্বংসস্তূপে
চাপা পড়া শহরে
শহীদ সরণীর পিচ ঢালা পথে
রৌদ্র আসুক আশাবাদী অক্ষর হয়ে
[verse 2]
বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে
তোমার স্থল-মাইন
আবাদি মাটির প্রাণরসে ভিজে
কান্নাসিক্ত পৃথিবী হোক
তোমার জানালায় মৃত শিশু পড়ে থাকে
যুদ্ধাহত সময়ের বাসি রোদ
[verse 3]
কবির মতো দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়
তোমার বিনিদ্র প্রহরার রাত
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার
ভোর হোক তোমার অন্ধ চোখে
যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস
তোমার বিনিদ্র প্রহরার রাত
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার
ভোর হোক তোমার অন্ধ চোখে
যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস
বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে
কবির মতো দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত সৈনিক হৃদয়
Random Lyrics
- karma sudaca - transparente lyrics
- veronica vega & quavo - a million lyrics
- dmn (brasil) - homem de aco lyrics
- danakadan - this is a song about mental health lyrics
- dee-1 - the narrow road lyrics
- coopex, kuoga, kuoga - what's right lyrics
- juice wrld - incarcerated scarfaces (freestyle) - juice wrld lyrics
- malick mcfly - abm lyrics
- alan walker - slow lane - alan walker lyrics
- devin the dude - don't be afraid lyrics