
artcell - smritir ayna lyrics
নিয়মিত জীবনধারায় অবিরত স্বপ্ন দেখা
অপূর্ণতায় যখন জীবনকে পরিপূর্ণ করে রাখা
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই
মনে করে ভুলে থাকা
ভুলের মাঝে খুঁজে পাওয়া
বেঁচে থাকার অভিনয়ে
নিজেকে আরো হারিয়ে ফেলা
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই
[instrumental]
এখনই সময় নিজেকে খুঁজে দেখার
এখনই সময় জীবনের হিসেব মেলাবার
কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি
সময় করেছে একা
সামনে তাকিয়ে দেখো আছে অবাক পৃথিবী
স্মৃতির পাতায় ছিল তার গল্প সবই
কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি
নিজের ভেতরেই পাবে আরেক তুমি
[instrumental]
যে লিখেছে গল্প তার
জানা ছিল শেষ কখন কার
নিয়ম বদলে নিয়মের বেড়াজালে
জড়িয়েছ তুমি নিজেকে তার
আনমনে জড়িয়ে আছে প্রতিটি ক্ষণে
তোমার ছায়াও জানে
জানো না তুমি শুধু স্বজ্ঞানে
অর্থহীন অবাস্তবতার
জানো না বা জানো আছে হিসেব তার
তোমাকে ভেঙ্গে ফেলে
মায়ার ইন্দ্রজাল পেরিয়ে মৃত্যুর যে হাহাকার
সবখানে তাঁর অস্তিত্বের আহ্বানে
তোমার অন্ধকারে অভিযান
আলোর সন্ধানে
Random Lyrics
- really! - кая (kaya) lyrics
- tv's kyle - 3 arms lyrics
- nadia stone - problems lyrics
- dambala - babylon lyrics
- filipligocki - przekręt lyrics
- mike teezy - take it back lyrics
- vil (prt) - ena pá 2000 lyrics
- sam davies, aleesha & bexnil - mor lyrics
- ethan chohte - let go lyrics
- dehko - wrong again lyrics