artcell - tomake lyrics
Loading...
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে
তোমার আলোতে
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে
আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে
অন্ধ কবি আমি এক
হাতড়ে ফিরি
আলোর সিড়ি
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে
(তোমাকে)
(তোমাকে)
Random Lyrics
- frank forty - bout' you lyrics
- omenxiii - 1080 hd lyrics
- adam friedman - glorious lyrics
- to the wind - winding down lyrics
- ducon - soma ou some lyrics
- projector - sudah ku tahu translated in english lyrics
- gift giver - shitlife lyrics
- gabbie june - american dream lyrics
- deamn - save me lyrics
- bjarki - i wanna go bang lyrics