ashes [bd] - 17 pristha lyrics
Loading...
17 pristha lyrics
হঠাৎ করে কেঁদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে
হঠাৎ করে কেঁদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে
লালালা লালালা লালালা লালা
লালালা লালালা লালালা লালা
আজ আমার মন ভাল নেই!
কি যেনো কি হয়ে গেছে আমার
সারাটা আকাশ তারার মেলায়
লাগছেনা ভালো অসুখটা আর
আজ আমার মন ভালো নেই।
কথা সব শেষ হয়ে গেছে
নাকি শেষ তুমি করেছিলে?
লাগছে না ভালো জীবনটা আর
আজ আমার মন ভালো নেই!
হঠাৎ করে কেঁদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে
হঠাৎ করে কেঁদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে
লালালা লালালা লালালা লালা
লালালা লালালা লালালা লালা
আজ আমার মন ভালো নেই!
Random Lyrics
- chasse aux hiboux - marie... lyrics
- bitch - pages lyrics
- juice wrld - singalong lyrics
- w o l f c l u b - higher lyrics
- lil mode - emotions lyrics
- yohely figueroa - te encontre lyrics
- telomic & laura brehm - home (keeno remix) lyrics
- junkyard dawg - halloween lyrics
- stabil, volt & piego - profesyonel lyrics
- deriv khan - 0-3 lyrics