ashes [bd] - amon chena lyrics
Loading...
amon chena lyrics
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
আআআ… আহারেএএএএ
এমন মাটির বাসার চাইতে
আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথী
বড় হয়ে বদলে গেছে
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন গানের লাইনের চাইতে
বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে
ধুঁকে ধুঁকে মরা ভালো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে নাহ চোখে
আআআ… আহারেএএএএ
এমন পোড়া মনের চাইতে
সুনীলের কবিতা ভালো
জনম ধরে কষ্টের কথা
বলতে বলতে জনম গেলো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে নাহ চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
আমার একটা মানুষ হইলো না
যে আগা গোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগা গোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে
Random Lyrics
- jann arden - coming back to you lyrics
- jyayke - the july cries lyrics
- voice, bosmek, nym4ik, stopeech - плюшки lyrics
- two3 x trap glizzy - talk 2 me lyrics
- makenzie prolapsie - deez nuts lyrics
- my dad is dead - don't burn down the bridge lyrics
- серые сны (serie sni) - рынок (market) lyrics
- zora montague - us lyrics
- sadie - queen lyrics
- jona vark - psychosex lyrics