
ashes - dhulabli (radio version) lyrics
Loading...
অনেক বছর আগের একটা
বৃষ্টির দাগ ছিল
পুরনো ক্যালেন্ডারে তুমি
খোঁজ নিয়ে দেখো
অনেক বছর আগের একটা
শীতে;
কাঁপনের ভেতরে আমারে কী
টের পেয়েছিলে!
রি রা রা রা রা রে
রা রা রে রা রা রে
রি রা রা রা রা রে
রা রা রে রা রা রে
অনেক বছর আগের একটা
কফির টেবিলে
মদের বোতলে আমারে কী
নেশা করেছিলে
অনেক বছর আগের একটা
পুরনো ছবির ফ্রেমে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে
আমারেই মুছে দিলে
ধুলাবালি ধুলাবালি মুছতে
মুছতে
আমারেই মুছে দিলে
Random Lyrics
- nothing,nowhere. - reminiscer lyrics
- l.i.f.t - wanna die lyrics
- randy martin - di hatimu ku ini siapa lyrics
- josé pardial - juntos lyrics
- турдакун ниязалиев - жубайыма lyrics
- sebastián elvira - roast yourself (diva) lyrics
- brett myers - way back when lyrics
- ocelot - negative thinking lyrics
- flipturn - six below lyrics
- doel sumbang - arti kehidupan lyrics