
ashik - kolijate dag legeche lyrics
যার জন্য ঘর বানাইলাম
সে রইল না ঘরে,,,
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখি ঝরে
প্রাণটা আমার ছট ফট করে,,
প্রাণটা আমার ছট ফট করে,,
বুকে হাহাকার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার,,,
কলিজাতে দাগ লেগেছে
কলিজাতে গো…
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
শিকল কাটা পাখির মত
উড়িয়া সে গেলো…
সেদিন হইতে আমার জীবন
সুধু এলো মেলো
শিকল কাটা পাখির মত
উড়িয়া সে গেলো
সেদিন হইতে আমার জীবন
সুধু এলো মেলো
জাতের কুলে দাগ লাগাইলো
জাতের কুলে দাগ লাগাইলো
কান্না হইল সার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
যার জন্য ঘর বানাইলাম
সে রইল না ঘরে,,,
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখি ঝরে
যার জন্য ঘর বানাইলাম
সে রইল না ঘরে,,,
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখি ঝরে
প্রাণটা আমার ছট ফট করে,,
প্রাণটা আমার ছট ফট করে,,
বুকে হাহাকার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
যার জন্য সব হারাইলাম
সে রাখলনা মনে
কার জন্য এতো ব্যথা
সইলাম এই জীবনে…
যার জন্য সব হারাইলাম
সে রাখলনা মনে
কার জন্য এতো ব্যাথা
সইলাম এই জীবনে
ভেবে কয় জীবন দেয়াওনে
ভেবে কয় জীবন দেয়াওনে
সুখের জীবন কার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
কলিজাতে দাগ লেগেছে
কলিজাতে গো…
কলিজাতে দাগ লেগেছে
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার
Random Lyrics
- the prophec - vibe lyrics
- brisom - siglon lyrics
- jesse marchant - owl in the dark lyrics
- lil' wayne - family feud lyrics
- oxt - home ground lyrics
- 93feetofsmoke feat. shinigami - i just wanna get away lyrics
- robotaki feat. nevve - together we're screwed lyrics
- tanooki suit - the fire . the fear . the fall lyrics
- yejo cedeño - la sortija que me dio lyrics
- ybn almighty jay - takin off lyrics