![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
asif akbar - kothay acho lyrics
Loading...
কোথায় আছো?
আমাকে কী ভুলেই গেছো?
ভুল করে কখনো কী
আমাকে মনে পড়েনা?
কোথায় আছো?
আমাকে কী ভুলেই গেছো?
ভুল করে কখনো কী
আমাকে মনে পড়েনা?
আয়নাতে চোখ রেখে
আমার প্রতিচ্ছবি দেখতে কি পাও
পুরোনো অ্যালবামে
কখনো আমার ছবি খুঁজে কি বেড়াও
ওও আয়নাতে চোখ রেখে
আমার প্রতিচ্ছবি দেখতে কি পাও
পুরোনো অ্যালবামে
কখনো আমার ছবি খুঁজে কি বেড়াও
একাকিত্বের মাঝে
কখনো কী মনে পড়েনা?
নির্ঘুম রাত জেগে
এখনো দেখো কী তুমি মায়াবী চাঁদ?
একাকী পায়চারী
করে কী বেড়াও তুমি বেলকনি ছাদ?
ওও নির্ঘুম রাত জেগে
এখনো দেখো কী তুমি মায়াবী চাঁদ?
একাকী পায়চারী
করে কী বেড়াও তুমি বেলকনি ছাদ?
উদাসী কল্পনাতে
কখনো কী মনে পড়েনা?
কোথায় আছো?
আমাকে কী ভুলেই গেছো?
ভুল করে কখনো কী
আমাকে মনে পড়েনা?
কোথায় আছো?
আমাকে কী ভুলেই গেছো?
ভুল করে কখনো কী
আমাকে মনে পড়েনা?
Random Lyrics
- savage (rap) - wild out (choo oho oo) lyrics
- petit voyou - vancouver lyrics
- lao ra & c. tangana - picaflor lyrics
- rod stewart - they can't take that away from me lyrics
- brazy da bo$ - benjamin lyrics
- ahmed santa - e3mel nafsak men banha lyrics
- кащенко (cashenko) - холодная ночь (cold night) lyrics
- the cinematics - break lyrics
- peppe fonte - giggia dove sei lyrics
- abemade - alcohol lyrics