![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
asif akbar - natok lyrics
[verse 1]
আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমি তো
এত ভালো অভিনয় জানো তুমি তো
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[chorus]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
[verse 2]
যে হাসিতে একদিন এই মন গলেছে
সেই হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
যে হাসিতে একদিন এই মন গলেছে
সেই হাসি দাবানল হয়ে আজ জ্বলেছে
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
ভালোবাসা হতে পারে এত অবহেলিত
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[chorus]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
[verse 3]
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
যে আশাতে একদিন স্বপ্নটা দেখেছি
সে আশার ছাই দিয়ে আজ মন ঢেকেছি
চেনা মন হতে পারে এত অপরিচিত
চেনা মন হতে পারে এত অপরিচিত
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[verse 1]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
এত ভালো অভিনয় জানো তুমি তো
এত ভালো অভিনয় জানো তুমি তো
[refrain]
আগে বুঝিনি তো আমি, আগে বুঝিনি তো
[outro]
ও আমাকে তুমি দেখালে নাটক, তোমারই নিজের অভিনীত
Random Lyrics
- yahir - se que perdí lyrics
- zack villere - hair cut lyrics
- 7faku - ochocerocho lyrics
- marmar oso - our secret lyrics
- blaq jerzee x wizkid - arizona lyrics
- zach vinson - will you be my house? lyrics
- trxd - above the water lyrics
- outlaw - masturbate lyrics
- lil savvy - nba lyrics
- jango & simen steinklev - dashbord lyrics