![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
asif akbar - pashani lyrics
শিল্পীঃ আসিফ
অ্যালবামঃ পাষাণী তুমি পাষাণী
কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি
কষ্টে বুক ফেটে যায়
এতো বেশি কষ্ট রাখবো কোথায়
কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি
কষ্টে বুক ফেটে যায়
এতো বেশি কষ্ট রাখবো কোথায়
শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়
শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়
কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি
আমার অবুঝ হৃদয়
ভেঙেছে তোমার হাতে
প্রেমের হয়েছে ইতি
দুঃখ ভরা স্মৃতিতে
ও আমার অবুঝ হৃদয়
ভেঙেছে তোমার হাতে
প্রেমের হয়েছে ইতি
দুঃখ ভরা স্মৃতিতে
এমন কি ভুল ছিলো বলো
আমার এ ভালোবাসায়
শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়
শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়
কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি
তোমার নিষ্ঠুরতা
কি করে যাবো ভুলে
পড়বে মনে সারাক্ষণ
দুটি চোখেরি জলে
ও তোমার নিষ্ঠুরতা
কি করে যাবো ভুলে
পড়বে মনে সারাক্ষণ
দুটি চোখেরি জলে
এতো কষ্টের কাহিনী আমার
লেখা হবে জীবন পাতায়
শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়
কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি
কষ্টে বুক ফেটে যায়
এতো বেশি কষ্ট রাখবো কোথায়
শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়
শুধু একবার বলো তুমি
কি দোষ করেছি আমি
কেনো এভাবে
নিঃস্ব করেছো আমায়
কেনো তুমি এতো পাষাণী
ভাবতেও পারিনা আমি
(প্রহেলিকা)
Random Lyrics
- mihai eminescu - somnoroase păsărele lyrics
- nancy cassidy - do your ears hang low? lyrics
- afi - dumb kids lyrics
- momus - us knitting lyrics
- wild ones - row lyrics
- the new raemon & mcenroe - la carta lyrics
- skalkeskjul - nethindedrømme lyrics
- мельница - белая кошка (бонус) lyrics
- mac mcanally - a little bit better lyrics
- mika - hmv instore lyrics