asif akbar - shagoto janabo lyrics
Loading...
কখনো যদি মনে কর
একা হয়ে গেছ তুমি
কাছের মানুষটাও দিয়েছে
দু: খ্য তোমায়
তবে চলে এস সেই পরিচিত আগের ঠিকানায়
আমি থাকব দ্বাড়িয়ে
স্বাগত জানাতে তোমায়
ভুল করেও পুরোনো কথা আমি তুলবনা আর
কি ছিল অপরাধ
কি ছিল ভুল তোমার
আবার নুতুন করে
সাজাবো জীবন দু’জনায়
ভেঙে যাওয়া মন
লাগাবো জোড়া আমি ভালবাসায়
আঘাতের ক্ষত দাগ
মুছে যাবে সুখেরি ছোয়ায়
আবার সোনালী স্মৃথি
হবে লেখা কবিতায়
Random Lyrics
- loco feat. punch - say yes lyrics
- havoc & prodeje - guess-a-dad lyrics
- simpson ahuevo - fiebre lyrics
- true greg & malik - w.f.t.m. (waiting for this moment) lyrics
- tora - twice lyrics
- fogo no pé - divisa de fogo lyrics
- dwoyo - hand down lyrics
- roxette - some other summer lyrics
- akapellah - como nunca lyrics
- kayla - eidos lyrics