asif - amar pagla ghora re lyrics
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস বায়ে
ও আদর সোহাগ কইরা শিকল দিয়া আমার পায়ে
ডাইনে যাওয়ার কথা থাকলেও তুই নিয়া যাস বায়ে
তোর আচরণ প্রভুর মতো, আমি কৃতদাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
ও আমি খুঁজি আলোর বাগান, তুই নেস অন্ধকারে
আমি যারে ভালো বলি, তুই কস মন্দ তারে
আমারে দেস ঝড়ো হাওয়া, তুই নেস সুবাতাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
যখন তখন আমারে দিয়া কাটাইয়া নেস ঘাস
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
পাগলা ঘোড়া রে…
পাগলা ঘোড়া রে…
আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইকা কই লইয়া যাস
Random Lyrics
- mojito lite - si te molesta lyrics
- heather dale - i never will marry lyrics
- balti بلطي - douza douza | دوزا دوزا lyrics
- yara يارا - sodfa | صدفة lyrics
- laberinto - en la barra lyrics
- the shakes - golden state of mind lyrics
- ghostface killah - charlie brown lyrics
- the jeff healey band - sittin' on top of the world lyrics
- john butler trio - oldman - full-length/ lyrics
- gasellit - hiki v. villegalle lyrics