asif - jiboner boro porajoy lyrics
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
কান্না হাসির দুনিয়ায়
আসলেই সবই অভিনয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
সবকিছু চোখ মেলে মেনে নেয়া যায়
ছলনা মেনে নেয়া যায় না
জীবন চলার পথে বাঁধা যদি আসে
থাকেনা আর কেউ থাকেনা পাশে
সবকিছু চোখ মেলে মেনে নেয়া যায়
ছলনা মেনে নেয়া যায় না
জীবন চলার পথে বাঁধা যদি আসে
থাকেনা আর কেউ থাকেনা পাশে
যায় যায় দিন চলে যায়
কত যে ব্যাথা বুকে জমা হয়ে রয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
মন যদি ভেঙে যায় বেদনার ঝড়ে
কত কথা স্মৃতি মনে পড়ে
চিরদিন থাকবে না কোনই কিছু
ভালোবাসা ছাড়া আর অন্য কিছু
মন যদি ভেঙে যায় বেদনার ঝড়ে
কত কথা স্মৃতি মনে পড়ে
চিরদিন থাকবে না কোনই কিছু
ভালোবাসা ছাড়া আর অন্য কিছু
যত দিন থাকবে পৃথিবী
ততদিন বেঁচে থাকা হবে জানি দায়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
কান্না হাসির দুনিয়ায়
আসলেই সবই অভিনয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
জীবনের বড় পরাজয়
মন দিলে জ্বালা পেতে হয়
Random Lyrics
- drive-by truckers - slow ride argument lyrics
- amir mro - man lyrics
- cone loc - let it go lyrics
- iyla - naked girl lyrics
- idakota - boyfenty (a poe mans diamond) lyrics
- akim, farruko & ankhal - paredes de hielo lyrics
- américo - así es lyrics
- vanessa mai - blue (silverjam single mix) lyrics
- chill with yavuuhulan - inelegant shapes lyrics
- morten - cali green lyrics