azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

asif - suronjona lyrics

Loading...

শিল্পীঃ আসিফ
অ্যালবামঃ ঠিকানাবিহীন পথে

কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা

কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা

আমিতো ভুলিনি আজও তোমারি কথা

যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা

যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা

দুঃখ হৃদয়ে বাসা বাঁধে
অশ্রু ঝরে চোখে ও
ফেরারি প্রেম তবু খুঁজে ফেরে
হারানো সেই তোমাকে

দুঃখ হৃদয়ে বাসা বাঁধে
অশ্রু ঝরে চোখে হো
ফেরারি প্রেম তবু খুঁজে ফেরে
হারানো সেই তোমাকে

জীবন জুড়ে বসত করে
শুধু বিষণ্ণতা

যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা

যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা

মিথ্যে হলো যে ভালোবাসা
বুঝেছি সব হারিয়ে ও
তাইতো একাকি কষ্টগুলো
রাখি আমি লুকিয়ে

মিথ্যে হলো যে ভালোবাসা
বুঝেছি সব হারিয়ে হো
তাইতো একাকি কষ্টগুলো
রাখি আমি লুকিয়ে

মনের মাঝে নেমে আসে
অথৈ নীরবতা

যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা

যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা

কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা

কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা

আমিতো ভুলিনি আজও তোমারি কথা

যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা

যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা

যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা

(প্রহেলিকা)



Random Lyrics

HOT LYRICS

Loading...