asif - suronjona lyrics
শিল্পীঃ আসিফ
অ্যালবামঃ ঠিকানাবিহীন পথে
কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা
কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা
আমিতো ভুলিনি আজও তোমারি কথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
দুঃখ হৃদয়ে বাসা বাঁধে
অশ্রু ঝরে চোখে ও
ফেরারি প্রেম তবু খুঁজে ফেরে
হারানো সেই তোমাকে
দুঃখ হৃদয়ে বাসা বাঁধে
অশ্রু ঝরে চোখে হো
ফেরারি প্রেম তবু খুঁজে ফেরে
হারানো সেই তোমাকে
জীবন জুড়ে বসত করে
শুধু বিষণ্ণতা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
মিথ্যে হলো যে ভালোবাসা
বুঝেছি সব হারিয়ে ও
তাইতো একাকি কষ্টগুলো
রাখি আমি লুকিয়ে
মিথ্যে হলো যে ভালোবাসা
বুঝেছি সব হারিয়ে হো
তাইতো একাকি কষ্টগুলো
রাখি আমি লুকিয়ে
মনের মাঝে নেমে আসে
অথৈ নীরবতা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা
কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা
আমিতো ভুলিনি আজও তোমারি কথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
(প্রহেলিকা)
Random Lyrics
- king t (terrence stewart) - act a damn fool lyrics
- awake - love of mine lyrics
- babak jahanbakhsh - toro mikham lyrics
- helium - lucy lyrics
- surajeet chatterjee - bhromor (from "praktan") lyrics
- คาราบาว - ลำพูน lyrics
- depeche mode - cover me lyrics
- miligram - zato kradem lyrics
- leav/e/arth - wildfire lyrics
- acot - waffles & chicken (lyrics) lyrics