asif - suronjona lyrics
শিল্পীঃ আসিফ
অ্যালবামঃ ঠিকানাবিহীন পথে
কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা
কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা
আমিতো ভুলিনি আজও তোমারি কথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
দুঃখ হৃদয়ে বাসা বাঁধে
অশ্রু ঝরে চোখে ও
ফেরারি প্রেম তবু খুঁজে ফেরে
হারানো সেই তোমাকে
দুঃখ হৃদয়ে বাসা বাঁধে
অশ্রু ঝরে চোখে হো
ফেরারি প্রেম তবু খুঁজে ফেরে
হারানো সেই তোমাকে
জীবন জুড়ে বসত করে
শুধু বিষণ্ণতা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
মিথ্যে হলো যে ভালোবাসা
বুঝেছি সব হারিয়ে ও
তাইতো একাকি কষ্টগুলো
রাখি আমি লুকিয়ে
মিথ্যে হলো যে ভালোবাসা
বুঝেছি সব হারিয়ে হো
তাইতো একাকি কষ্টগুলো
রাখি আমি লুকিয়ে
মনের মাঝে নেমে আসে
অথৈ নীরবতা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা
কেমন আছো সুরঞ্জনা
আমায় ভুলে গেছো কিনা
আমিতো ভুলিনি আজও তোমারি কথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
যখনি মনে পড়ে স্মৃতি
বুকে লাগে ব্যথা
(প্রহেলিকা)
Random Lyrics
- x japan - la venus (acoustic version) lyrics
- hoang soobin - phia sau mot co gai beat lyrics
- the living tombstone - don't tattle on me remix lyrics
- 징고 - 날 사랑하지 마요 lyrics
- jah ice - head up lyrics
- emmure - gucci prison lyrics
- micah million - hit you up lyrics
- the magnetic fields - '01: have you seen it in the snow? lyrics
- nancy sinatra - devil in disguise lyrics
- denay - elpìs lyrics