atmahatya - andhaar er doshti bochhor lyrics
শহরের কোনও ব্যর্থ কোণে, ঘুরে ফেরে আমার পুরনো সংগ্রাম
পদধ্বনি সেই পরাজয়ের, শুনে গেছি আমি অবিরাম
আমি মরেছি, মরে বেঁচেছি, ফিরে এসেছি বাঁচতে আবার
শুনে দেখোনি, দেখে বোঝনি, মহাকাল যত বলেছে কথা
মনে, ঘরে বসে, হয়ে যায় না তাজমহল
রক্ত, ক্ষত সুপ্ত, পেয়ে গেছি এই দশ বছর
মনে, মনে মনে, বসে ঘরে বসে
রক্ত, ক্ষত সুপ্ত, পেয়ে গেছি এই দশ বছর
বেঁধেছে হাত, বিধাতা আমার
নেমেছে রাত, এখন আমার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
দশটি বছর ধরে, কুড়িয়েছি অন্ধকার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
জাগছে দানব আমার, বিধাতার করতে বিচার
গুলি ছোটে আজ সবার মুখে, মনে তবু সেই অন্ধকার
আঁধারের এই দশটি বছর, বিধাতার এক উপহার
কত মিথ্যা, হাসি ঠাট্টা, দেখে গেছি আমি অবিরত
নিরুপায় লাগে, আজ নিজেকে, পরিকল্পনা সব মিথ্যে হায়
আছি তবু আছি, আছি তোমাদের মাঝে
ভালো আর মন্দ, সবই মনের ভুল
আছি, আজও আছি, আছি তোমাদের মাঝে
ভালো আর মন্দ, সবই মনের ভুল
বেঁধেছে হাত, বিধাতা আমার
নেমেছে রাত, এখন আমার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
দশটি বছর ধরে, কুড়িয়েছি অন্ধকার
ফুরিয়ে যাচ্ছি আমি, অব্যক্ত যন্ত্রনায়
জাগছে দানব আমার, বিধাতার করতে বিচার
Random Lyrics
- the ugly ducklings (dnk) - kaospigen lyrics
- cellar stone - going under lyrics
- бабл (babl) & joffe - аркхем (arkham) lyrics
- chovuvo & elleken - демоны (demons) lyrics
- asort - fc lyrics
- kreeps - exorcist blues lyrics
- helias - bleeding out lyrics
- glasond & catra - perché lyrics
- jeong jia (정지아) - 영 (zero to zero) lyrics
- natalia rodríguez - crazy tonight lyrics