azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

aurthohin - aanmoney lyrics

Loading...

[verse 1]
যখন চাঁদ ঘুমিয়ে পরে
আধাঁর আকাশ টা কে ফেলে
শুধু আমি জেগে থাকি তোমার ছবি বুকে নিয়ে
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেনো কোথায়
জানি এই রাত শেষে ফিরবে না তুমি আর

[pre-chorus]
তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি

[chorus]
মেঘের দেশে কি এখনও তুমি, হারাও আনমনে?
কবিতা কি লেখো এখনো আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?

[verse 2]
বৃষ্টি ভেজা এই শরীরে
কান্না দেখে না কেউ আমার
অন্ধকার এই ঘরে ডাকি না কাওকে যে
পড়িনা আর সেই কবিতা
দেখিনা যে আর জোছনা
অনুভূতিহীন দেয়ালে বন্দী আমি যেন একা

[pre-chorus]
তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি
কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি

[chorus]
ও… মেঘের দেশে কি এখনও তুমি, হারাও আনমনে?
কবিতা কি লেখো এখনো আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?

[verse 3]
ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ঐ দেয়ালটা
এই যে দেখো দাড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে

[chorus]
মেঘের দেশে কি এখনও তুমি, হারাও আনমনে?
কবিতা কি লেখো এখনো আমায় ভেবে?
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে
আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?



Random Lyrics

HOT LYRICS

Loading...