aurthohin - chaite paro 2008 lyrics
[verse 1]
চাইতেই পারো আবার সেই জোছনা
ঘরের সিলিং এ সন্ধ্যাতারাটা
চাইতেই পারো সারারাত আর সারাদিন
হবে না যে কখনো আর লোডশেডিং
চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোয়ার স্বপ্ন দেখতে
চাইতেই পারো শুনতে নতুন এক গান
করবো না যেখানে তোমায় আর অপমান
[chorus]
এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?
[verse 2]
চাইতেই পারো তুমি g-series থেকে
ফুয়াদ ফিচারিং এলবাম ছাড়তে
চাইতেই পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ডসলিস্টে
চাইতেই পারো তুমি হয়ে যেতে আজকে
fm channel এর হিট কোনো rj
চাইতেই পারো নতুন এক deo spray
মনের দূর্গন্ধটা দূর করতে
[chorus]
এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?
এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?
Random Lyrics
- kid foo - old days lyrics
- caprihome - alladin lyrics
- vinci - lions lyrics
- queen - friends will be friends (live in budapest) lyrics
- modern pleasure - abzarokee springs lyrics
- mattrruiz - space babes lyrics
- nakala - i tried lyrics
- o'connor - egos en liquidación lyrics
- lucie silvas - don't look back (radio edit) lyrics
- marty (nottingham) - worst case scenario lyrics