aurthohin - jodi lyrics
[verse 1]
যদি ইচ্ছে করে, শুনতে পারো আমার এ গান
সারাটি রাত একাকী বসে
যদি ইচ্ছে করে, আঁকতে পারো আমার ছবি
তোমার মনের ক্যানভাসে
[pre+chorus]
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরানো সেই দিনগুলো আসুক নতুন হয়ে
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
[verse 2]
যদি ইচ্ছে করে, মুছতে পারো চোখের জল
সবকিছু ভুলে গিয়ে
যদি ইচ্ছে করে, ভাবতে পারো আছি আমি
তোমার কোমল হাতটি ধরে
[pre+chorus]
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরানো সেই দিনগুলো আসুক নতুন হয়ে
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
[instrumental break]
[chorus]
নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো
Random Lyrics
- daniel knox - won't you be my neighbor lyrics
- lil gucci leer - trap luv lyrics
- tim tincher - so sour, so bittersweet lyrics
- freddy rodriguez - canción de amor (en vivo) lyrics
- lein - 6'3ft lyrics
- jess and the ancient ones - more than living lyrics
- negative/positive - goodbye douglas lyrics
- damarion matchem - to the point lyrics
- the .357 string band - little black train of death lyrics
- heavy chest - required lyrics