
aurthohin - nikrishto 2 lyrics
আঁধার এই তিন দেয়ালের ঘরে
একা একা বসে আজ কেমন লাগে?
বলেছিলাম এদিন আসবে
পুরোনো গানে, পুরোনো গানে
তিক্ত ব্যর্থতার এই দৃশ্য দেখো
আয়নায় তুমি দাঁড়িয়ো
তোমার পেছনে, পাশে, সামনে
নেই কেউ আজ, নেই কোনোখানে
তুমি কি ভেবেছো কাঁদছি আমি?
তুমি কি ভেবেছো ঝরছে রক্ত?
তুমি ভেবেছো এখনো তোমার আমি?
তুমি ভেবেছো নই আমি শক্ত?
তোমার ঐ ধোঁকা দেয়া চোখ দু’টো
উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো
কি দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে?
নিজেকে আজ জিজ্ঞেস করো
যত মিথ্যে গল্প লিখেছিলে
যত মূত্র চোখে ঝরিয়েছিলে
যত লোভ নিয়ে কাছে টেনেছিলে
ভেবেছিলে কি সেসব আসবে না ফেরত?
তুমি ভেবেছিলে হারাবো আমি
এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
তুমি কি ভেবেছো…
তুমি কি ভেবেছো সমাজ, censor board
আমি গোনায় ধরছি এই গান লিখতে?
দেখাই তোমায় মধ্যাঙ্গুলি
দুই পয়সার wh0re, তোমায় চুদি না
আমায় ফেলে গিয়েছিলে যার কাছে
তার থুথু খেতে কেমন লেগেছে?
যেখানে দিয়েছিলাম তোমায় ভালোবাসা
সেখানে পেয়েছো তাচ্ছিল্য বেজম্মার
তুমি আমার থুথুর অযোগ্য
তুমি নর্দমায় বীর্য#সিক্ত
তুমি থাকো ঐ পশুদের পাশে
যারা তোমায় নিয়ে পেছনে হাসে
কত অভিনয় করেছিলে তুমি
কত লোভী চোখে মোর অর্থ গিলেছিলে
খেলাটা তো সবে হয়েছে শুরু
নিকৃষ্ট তুমি থাকবে অন্ধকারেই
তুমি ভেবেছিলে হারাবো আমি
এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
তুমি মরে গেলেও আমি থামবো না
থাকবো আমি দাঁড়িয়ে তোমার কবরের পাশে
যেদিন রাতে জোছনা উঠবে
ঘৃণায় ভেজাবো কবর আমি মূত্র দিয়ে
কারণ তুমি অমানুষ, তুমি নিকৃষ্ট!
তুমি ভেবেছিলে হারাবো আমি
এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
তুমি ভেবেছিলে হারাবো আমি
এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে
Random Lyrics
- jonathan something - naked & lonely (bonus track) lyrics
- lil negar - my regrets lyrics
- bigdru - u can do it lyrics
- hadar adora - temper lyrics
- lancey foux - fillmore* lyrics
- babelgam - hikikomori lyrics
- murdock - i'm a mess lyrics
- jackie cruz - be bad lyrics
- murdock - gone lyrics
- sky d - biko lyrics