ausomapto - amar bhasha tomar desh lyrics
Loading...
কিসের টানে ঘুরে বেড়াই
খুঁজি আমি দেশবিদেশ
কিসের টানে ছুটে বেড়াই
ঘুরি আমি দেশবিদেশ
কিসের মানে খুঁজে বেড়াই
কবে শুরু কবে শেষ
কিসের মানে খুঁজে বেড়াই
কেন শুরু কেন শেষ
ওয়্যাক্
ভাষার নামে শহীদ হতে
রাজি আছি আমি আবার
কত রক্তে রাঙা হল আমার
আমার বাংলাদেশ
শিরায় শিরায় জাগুক আবার
আমার বাংলাদেশ
বাল সর্
কাকে দিচ্ছি এভাবে সান্ত্বনা
নেই দরকার আর নেই দরকার
এত যুদ্ধের পরেও আমি ক্লান্ত না
ক্লান্ত না না ক্লান্ত না
কাকে দিচ্ছি এভাবে সান্ত্বনা
নেই দরকার আর নেই দরকার
এত যুদ্ধের পরেও আমি ক্লান্ত না
ক্লান্ত না রে বাল ক্লান্ত না
আমি যাযাবর আমি জাতিস্মর
শত শহীদের হৃদস্পন্দনে
আমার বাংলাদেশ
যুদ্ধাহত ক্লান্ত তুমি আজোও
আমার বাংলাদেশ
কত রক্তে রাঙা হল আমার
আমার বাংলাদেশ
শিরায় শিরায় জাগুক আবার
আমার বাংলাদেশ
Random Lyrics
- roogoyle - redneck zombies lyrics
- vizzion - auf lebenslang lyrics
- white russian - egypt lyrics
- vinayvvs - trap soul lyrics
- ryan samueł - the greatest of all time lyrics
- keith ape - unmastered lyrics
- rebounder - boy friday lyrics
- resonance (russia) - меркурий (mercury) lyrics
- yeni inka - mencari alasan lyrics
- b.a.johnston - showcase showdown lyrics