author: rabindranath tagore - eso shyamal sundar lyrics
Loading...
এসো শ্যামল সুন্দর
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা।
বিরহিণী চাহিয়া আছে আকাশে॥
সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে
তমালকুঞ্জপথে সজল ছায়াতে
নয়নে জাগিছে করুণ রাগিণী॥
বকুলমুকুল রেখেছে গাঁথিয়া
বাজিছে অঙ্গনে মিলনবাঁশরি।
আনো সাথে তোমার মন্দিরা
চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে++
বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী
ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু॥
Random Lyrics
- oriyo - i want to feel... lyrics
- c tez - bow lyrics
- we three - burning room lyrics
- lascar - albatross epiphany lyrics
- джейме ( jayme) ( rus ) - никому из них ( nobody of them ) lyrics
- teuterekordz - stille wasser lyrics
- francis l. - jeep lyrics
- ceuzany - ultimo chance lyrics
- atm shane - nay nay lyrics
- common ground (커먼그라운드) (kor) - hot inside lyrics