ayon chaklader ,atiya anisha - cholo niralai lyrics
Loading...
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালয় চল নিরালয়
মেঘে উড়িয়া ঘুড়িয়া ভিজিয়া ছড়ায়
চল নিরালয় চল নিরালয়
পরানে শয়নে নয়নে নয়নে
তুমি শুধু মনে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালয় চল নিরালয়
মেঘে উড়িয়া ঘুড়িয়া ভিজিয়া ছড়ায়
চল নিরালয় চল নিরালয়
আমি আর আমি নই
তোমাতে ডুবিয়া রই
দিয়েছো পাগল করিয়া
উথাল পাথাল মন দরিয়া
পরানে শয়নে নয়নে নয়নে
তুমি শুধু মনে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালয় চল নিরালয়
মেঘে উড়িয়া ঘুড়িয়া ভিজিয়া ছড়ায়
চল নিরালয় চল নিরালয়
তুমি আর একা নও
আমাতে মিশিয়া রও
দেখিয়া রাখিব তোমায়
পিয়াসী মনেরই গালিচায়
শয়নে স্বপনে আষাঢ়ই শ্রাবণে
তুমি প্রতিক্ষণে
প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়
চল নিরালয় চল নিরালয়
মেঘে উড়িয়া ঘুড়িয়া ভিজিয়া ছড়ায়
চল নিরালয় চল নিরালয় ।
Random Lyrics
- r2bees - somebody loves you lyrics
- automatic (usa) - lucy lyrics
- mariah carey - #beautiful (louie vega eol remix) lyrics
- joshoo - obsession lyrics
- tayc - adieux lyrics
- love jai - if im the problem then so are you lyrics
- purini madness - pena de amor lyrics
- bloodmoon (us) - hollow shell lyrics
- the game - haterz lyrics
- johnny young & kompany - so lonely lyrics