
ayub bacchu - 69 lyrics
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো।
আমিতো স্বপ্ন দেখিনি
স্বপ্নই আমাকে দেখেছে
আমিতো স্বপ্ন দেখিনি
স্বপ্নই আমাকে দেখেছে
আমাকে দেখে স্বপ্ন
চোখে মেরেছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো।
আমিতো ভালোবাসিনি
ভালোই আমাকে বেসেছে
আমিতো ভালোবাসিনি
ভালোই আমাকে বেসেছে
ভালো আমাকে বেসে
মন্দ করেছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো
আমি তো প্রেমে পড়িনি
Random Lyrics
- chuva negra - estamos aqui, chuva negra lyrics
- sharon cuneta - hanggang dulo lyrics
- artifex pereo - first, do no harm lyrics
- hannah morby - ask of god (female version) lyrics
- bankster - super sonic (outro) lyrics
- go! child - tranquil lyrics
- nechivile - você vai ficar em mim (ao vivo) lyrics
- ebi - jane javani lyrics
- carlos andré - se meu amor não chegar lyrics
- nephew texas boy - pack landed @ 808 lyrics