ayub bacchu - aaj theke aar kokhono lyrics
Loading...
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
কতটা কষ্ট পেলে এই মন হয় শশ্বান
তোমার কাছে সবই খেলা প্রেম মানে পিছুটান।।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি
যখনি বলেছি আমি তোমাকে ভালোবাসি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
যখনি বুঝেছো আমার কেউ নেই তুমি ছাড়া
তখনি আঘাত করো চোখে বয় জ্বলধারা।।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি
যখনি বলেছি আমি তোমাকে ভালোবাসি
আজ থেকে আর কখনো বলবো না
কখনো বলবো না আর ভালোবাসি
আজ থেকে আর কখনো কাঁদবো না আর
নয়নে দেখবে না কেউ জলের রাশি
Random Lyrics
- jun. k - no goodbye lyrics
- 플로팅 아일랜드 - parade lyrics
- pnb rock - ballin lyrics
- senar senja - savana lyrics
- hercules and love affair - blind - radio edit lyrics
- 花澤 香菜 - クラッシュシンバル lyrics
- i-nesta - llename lyrics
- robert delong - basically, i lyrics
- seo-hyun - magic lyrics
- alain garaguer - marie pervenche lyrics