azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ayub bacchu - bohudur jete hobe lyrics

Loading...

বহুদুর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকী।।
ভালোবাসায় বিশ্বাস রেখো

হয়তো অচেনা মনে হতে পারে আমাকে।
তুমি ভয় পেয়ো না তুমি থেমে যেওনা।।
তুমি ভয় পেয়ো না।

আগামীর রথে হাতে হাত রেখে
পারি দিতে হবে এক দীর্ঘ নদী
বুক ভেঙ্গে যাবে অভিযোগ অভিমানে
অবিশ্বাস বুকে থাক যদি।

বিকেলের রোদে যদি মন বেঁধে
পেতে চাও আলোকিত এক রাতের প্রহর
খুঁজে পেতে পারো নির্বাক বিস্ময়ে
অমানিশা তোমার অন্তরে।



Random Lyrics

HOT LYRICS

Loading...