ayub bacchu - ek akash tara lyrics
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
পুরো জোছনা তুই একা পোহাসনে
সঙ্গে নিসরে তুই মোরে
পুরো জোছনা তুই একা পোহাসনে
সঙ্গে নিসরে তুই মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
হৃদয় নায়ে চড়বি যখন
বইঠা নিস রে তুই মোরে
ভাসবো না হয় দুজন মিলে
সপ্নলোক জলে সুখের ঘোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
দুখের বোঝা বইবি যখন
স্মরণ করিস রে তুই মোরে
আসবো ছুটে তোর কাছে
যেখানে থাকি আমি যত দূরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
সব ভাল তুই একা বাসিস নে
একটু ভালবাসতে দিস মোরে
Random Lyrics
- studio 99 - smells like teen spirit lyrics
- eyezic 215 records - alleyways lyrics
- damonsoul - good time lyrics
- natewantstobattle - thnks fr th mmrs lyrics
- don cesão - destino lyrics
- tommy and vicente belenguer feat. patrizze - the sound of goodbye lyrics
- december avenue - i'll be watching you lyrics
- jerry williams - let's just forget it lyrics
- 小田 純平 - 真夜中のブルー lyrics
- tim maia - only a dream lyrics