ayub bacchu - jibonanonder kobitay lyrics
Loading...
চারিদিকে উৎসব পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর নিয়ে যাবে দুর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ
ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে
থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে
মগ্ন ছিলাম তোমার ভালবাসার ইন্দ্রজালে
মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে
সানাইয়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ
ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
Random Lyrics
- lil wayne & juelz santana - clockwork part 2 lyrics
- ben kayiranga feat. the ben - only you lyrics
- wanessa camargo - anestesia (faixa bônus) lyrics
- matt vanzetti - one take - (contest entry) lyrics
- v child - the whole matter lyrics
- arsen petrosov - stop, kolyosa-( lyrics
- naomi lien - had it all lyrics
- maddie wilson - they don't know about us lyrics
- part time pilots - throwing shapes lyrics
- 山崎あおい - ナンパボーイ lyrics