azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ayub bachchu - aktai mon lyrics

Loading...

একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ
একটাই মন যখন তখন অনেক রঙ

একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ

একজন অসতী করে থাকে বসতি মানুষের মাঝে
জট পাকা সাধু কতটা অসাধু বোঝাবে কে আমাকে

আপন আপন করে সব কিছু ছেড়ে ছুড়ে উম্মাদ হয়ে গেছি আমি
রিয়েলেটি রয়্যালেটি কোনো কিছু নেই আর মানুষের মনে
বোকা সোকা ব্যাক্তি বেচে থেকে লাভ কি
পারবে না বাচাতে এই দেশটা কে

একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ
একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ

কখনো যদি হই বিশাল আকার
ভেঙেচুরে করে দিব ঠিক একাকার
তীব্র ব্যাথা গুলো বুকে জেগে থাকে
মানুষ পাইনা বোঝাবো তবে কাকে?
দাদা দাদিমা বাবা আর মা তুমি আর আমি আর বাচ্চা কাচ্চা গুলো

এর বেশি আর কিছু না,এর বেশি আর কিছু না,
এর বেশি আর কিছু না,এর বেশি আর কিছু না

জট পাকা সাধু কতটা অসাধু বোঝাবে কে আমাকে
একজন অসতী করে থাকে বসতি মানুষের মাঝে

ধার টাকা নিয়েছো মানুষের কাছে
নিঃস্বাস ধার নিবে তুমি কার কাছে?
এক নিঃস্বাসের বাহাদুরি যেন!
তেলে ভাজা গরম ডাল পুরি যেন!
এক কামড়েই যাবে পুরোটা পেটে
বাকি জিবন জাবে মাটিতে কেটে
গুনি লোক তুমি চিনবে কিভাবে
কথার জবাব যে দেয় না জবাবে
ওড়নাতে ভর করে বিশ্ব ভ্রমণ
পাগল হলে সবাই ভাবে এমন
দিনকাল সব কিছু পাল্টে গেছে
আগে পিছে ডানে বায়ে উল্টে গেছে

যার যা ইচ্ছে করে ঠিক নিচ্ছে
বাকি থেকে যায় শুধু সৎ ইচ্ছে
যার যা ইচ্ছে করে ঠিক নিচ্ছে
বাকি থেকে যায় শুধু সৎ ইচ্ছে
যার যা ইচ্ছে করে ঠিক নিচ্ছে
বাকি থেকে যায় শুধু সৎ ইচ্ছে
যার যা ইচ্ছে করে ঠিক নিচ্ছে
বাকি থেকে যায় শুধু সৎ ইচ্ছে

একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ
একটাই মন যখন তখন অনেক রঙ
একটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ



Random Lyrics

HOT LYRICS

Loading...