ayub bachchu - tumi chile lyrics
Loading...
শিরোনাম ঃতুমি চাইলে
গায়কঃআইয়ুব বাচ্চু
যোগ করেছেনঃএম এ রহমান রুমান
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোন নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়। (২)
আশা নয়…
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি।
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি…
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মতো উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে মেঘ
ভরে গেছে ভুলে…
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়। (২)
আশা নয়…
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
Random Lyrics
- замай (zamay) - тёмные стороны (dark sides) lyrics
- cidroom - so high (demo) lyrics
- j.t.bey - помнишь (remember) lyrics
- hans philip - tiden læger alle sår lyrics
- broken streetlights - husky fight! lyrics
- offoff - не могу (i can''t) lyrics
- windy skatz - phantom lovers lyrics
- vegedream - hartchounimek lyrics
- paul kim - her lyrics
- phantom limb - forget the lines lyrics