azam khan - badha diona lyrics
Loading...
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম, ও মোর প্রেম ।।
ছোট থেকে বড় হলো যেখানে
ঘর বাঁধিবে ও সেখানে ।।
মনের মানুষ আমি,
আমিও কত চাহিলাম ।
প্রানে প্রানে প্রেমেরই সুধা
শুভ মিলন
মিলনে এলো যত বাঁধা ।।
মন যারে চায়
তারে ধরে রাখা
গেল না……
গেল দিয়ে বেদনা
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম ও মোর প্রেম ।।
চলে গেছে সে ভেজা নয়নে
রয়ে গেছে তবু মোর স্মরণে।।
মাঝে মাঝে রাতে
আমিও কত কাঁদিলাম
দুটি মনে ছিল কত আশা
প্রেমই জীবন
জীবনে শুধু ভালবাসা ।।
আজ কেন হায়
দূরে দূরে থাকা
জানি না
জানি আর পাবো না ।
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম ও মোর প্রেম ।।
এছাড়াও দেখুন…
Random Lyrics
- 2 chainz feat. timbaland - this is me fuck it lyrics
- sam tsui - rainbow connection lyrics
- maarten van roozendaal & egon kracht - jij blijft bij mij lyrics
- the cheetah girls - live concert lyrics
- olamide - boom boom lyrics
- prodigio - playa (feat. nga) lyrics
- clairity - broken things lyrics
- león larregui - zombies lyrics
- bravaro - a22 lyrics
- freddie wadling - alla faller lyrics