azam khan - badha diona lyrics
Loading...
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম, ও মোর প্রেম ।।
ছোট থেকে বড় হলো যেখানে
ঘর বাঁধিবে ও সেখানে ।।
মনের মানুষ আমি,
আমিও কত চাহিলাম ।
প্রানে প্রানে প্রেমেরই সুধা
শুভ মিলন
মিলনে এলো যত বাঁধা ।।
মন যারে চায়
তারে ধরে রাখা
গেল না……
গেল দিয়ে বেদনা
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম ও মোর প্রেম ।।
চলে গেছে সে ভেজা নয়নে
রয়ে গেছে তবু মোর স্মরণে।।
মাঝে মাঝে রাতে
আমিও কত কাঁদিলাম
দুটি মনে ছিল কত আশা
প্রেমই জীবন
জীবনে শুধু ভালবাসা ।।
আজ কেন হায়
দূরে দূরে থাকা
জানি না
জানি আর পাবো না ।
বাঁধা দিও না……না দিও না
ও মোর প্রেম ও মোর প্রেম ।।
এছাড়াও দেখুন…
Random Lyrics
- cem saraç - karınca kararınca lyrics
- neat neat - running to make a red light lyrics
- natas - blaz4me lyrics
- outline in color - the storm lyrics
- louise parker - dreamcatcher lyrics
- liquits - anoche lyrics
- 黑澀會美眉 - 123木頭人 lyrics
- nelson del castillo - you're my best friend lyrics
- jonas - petit carré lyrics
- carolin wolf - halleluja, jesus lebt lyrics